iamshahinbd
Shahin


ভ্রমন কাহিনী শাহিন, হাসান, এবং তোফছির

মি মোঃ শাহিন, একটি সাধারন চাকরি জিবি। এই ছবিটি তোলা হযেছিলো আড়পাড়া শালিখা মাগুরা থেকে। আমরা বন্ধুরা মিলে আড়পাড়া টিলে গ্রামে। তফছিরদের বাড়ী গিয়ে ছিলাম বেড়াতে। সেখানে আমি, হাসান, তফছির সহ আরো অনেকেই ছিলো। সে সময় ছিলো রমজান মাস। সারাদিন আড়পাড়া ছিরেট, চুকিনগর, টিলে আড়পাড়া সহ আশে পাশের গ্রামে গিচিলাম।

আমরা সবাই বেশ আন্দোই পাইচিলাম সেদিন। এখন আর সেইদিন আর ফিরে পাবো না। আর আমরা গাছথেকে আর লিচু খেয়েছিলাম। তফছির ছিলো খুব লাজুক প্রোকৃতির ছেলে। এবং হাসান ছিলো দুষ্টু প্রোকৃতির ছেলে। কিন্তু হাসান ও তফছির খুব ভালো বন্ধু ছিলো আমার।

তারপর আমরা বিকালে রাইপুরে তোফছিরের একটি জরুরি কাজে আপরা বন্ধুরা গেলাম রাইপুরে,। আড়পাড়া থেকে বাছের ছাদে মাজা করার করার জন্য বাসের ভেতরে না গিয়ে ছাদে গেলাম। ছাদে মাস্তি করতে করতে এই ছবিটি তুল্লাম।

ভাই রাইপুরে যেতে গিয়ে মাজা শেষ কারন রাস্তা খুব খারাপ অবস্থা। তার চেয়ে খারাপ অবস্তা অটো গাড়ি। ভাংড়ি চুংড়ি খড় খড় করে আর ব্যাথা লাগে। তার আমরা কাজ শেষে রাতে সবার বাসাই ফিরে যায়।


Visit our Facebook Page:- https://www.facebook.com/iamshahinbd
Visit our Vlog Website:- https://iamshahinbd.blogspot.com/
Shahin vlog, iamshahinbd, shahin,